দেশজুড়ে ক্রমাগত বাড়ছে করোনা আতঙ্কের সংখ্যা | একাধিক করা বিধি-নিষেধের মধ্যেও সংক্রমণের হার নিম্নমুখী নয় | তা নিয়ে বেশ চিন্তিত স্বাস্থ্য মহল | এবার করোনা পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী |
বৃহস্পতিবার তিনি এ বিষয়ে আলোচনার জন্য সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং মাইক্রো কনটেন্টমেন্ট জনের উপর দিতে হবে বলে জানান | করোনার বিষয়ে মানুষকে অযথা আতঙ্কিত না হন সে বিষয়ে সতর্ক করেন |পাশাপাশি করোনার ভ্যাকসিন এর গুরুত্ব কতটা তা বুঝিয়ে বলেন দেশবাসীর উদ্দেশ্যে |
এখনো পর্যন্ত দেশের 92 শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি টিকার প্রথম doze পেয়ে গিয়েছেন | অমিক্রণ করোনার অন্যান্য ভেরিইন্টের তুলনায় আরও দ্রুত সংক্রামক, সে বিষয়ে সকলকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী |

More Stories
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব
ইতালীয় ফ্যাশন ব্র্যান্ডের সাথে রিলায়েন্সের নয়া চুক্তি