
এ বছরের শুরু থেকেই করোনার নয়া strain অমিক্রণ রাজ্যবাসী আতঙ্কিত করছে | দিনের-পর-দিন রেকর্ড ভাঙছে দৈনিক সংক্রমণ | করোনাকে রুখতে 15 তারিখ পর্যন্ত একাধিক বিধি-নিষেধ জারি করা হয়েছে বাংলায় | তার সত্বেও আক্রান্ত মৃত্যুর সংখ্যা দেখে আতঙ্ক কমছে না কিছুতেই |
তবে এরই মধ্যে বুধবার অভয় বাণী শোনালেন মুখ্যমন্ত্রী| তিনি জানান “কোভিড জয় করেছি, ওমিক্রনের দাপটও রুখে দেব। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরুন। প্রয়োজনে ডাবল মাস্ক পরুন। অযথা ভয় পাবেন না।”
পাশাপাশি এদিন বালুরঘাট থেকে তিনি গঙ্গাসাগর মেলা সম্পর্কেও পুণ্যার্থীদের সতর্ক করেন |
More Stories
মোবাইল চোর সন্দেহে যুবককে ধরে বেধড়ক গণপিটুনির অভিযোগ
বিধানসভায় মুকুল রায়ের অবস্থান কী? তা জানতে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা
সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা