করোনা মোকাবিলায় একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে | করাকরি করা হয়েছে ভ্যাক্সিনেশন এর উপর | তবে তারই মধ্যে গঙ্গাসাগর মেলায় একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে | করোনা ভ্যাকসিনের জোড়া ডোজ ছাড়া মিলবে না মেলায় প্রবেশের অনুমতি | এছাড়াও মেলায় যাওয়ার 72 ঘণ্টা আগে RT-PCR রিপোর্ট নেগেটিভ হতে হবে, এই শর্ত অনুযায়ী গঙ্গাসাগরের মেলা প্রবেশ করতে পারবেন পুণ্যার্থীরা | এমনটাই নির্দেশ জারি করা হয়েছে হাইকোর্টে তরফ থেকে |
গত সোমবারই হাইকোর্টে গঙ্গাসাগর মেলা বন্ধের জন্য পাঁচটি মামলা দায়ের করা হয় | এর আগেও হাইকোর্টে মেলার শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছিল | এরপর সোমবার সেই মামলার পরিপ্রেক্ষিতে সেই শর্তাবলী তে কিছুটা বদ বদল করেন বিচারপতিরা | তারা জানিয়েছেন ভ্যাকসিনের জোড়া ডোজ না থাকলে মিলবে না মেলায় প্রবেশের অনুমতি | এবং এই মুহূর্তে সাগরদ্বীপ এলাকাকে ‘নোটিফাইড zone’ বলে ঘোষণা করেছেন প্রশাসন |
More Stories
শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির