December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কাকভরে পথ দুর্ঘটনা, মৃত ২০

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, দূর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০ জনের। এখনও চলছে উদ্ধার কাজ। ঘটনাটি ঘটেছে, তামিলনাড়ুর তিরুপুরে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, বৃহস্পতিবার তিরুপুরে অবিনাশে বেঙ্গালুরু থেকে এর্নাকুলামগামী একটি সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকের। মুহূর্তের মধ্যে দুমড়ে যায় বাসটি। ক্ষতিগ্রস্ত হয় ট্রাকটিও। বাসের ভিতরে আটকে পড়েন ৪৮ জন যাত্রীই। ঘটনাটি স্থানীয়দের নজরে আসা মাত্রই তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী। শুরু হয় উদ্ধার কাজ। জানা গিয়েছে, এদিনের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০ জন বাস যাত্রীর। আহতদের ভর্তি করা হয়েছে তিরুপুর হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।