
মালদা : পারিবারিক বিবাদের জেরে দাদার হাতে খুন ভাই।
রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কোতুয়ালী এলাকায়। রাতেই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতর নাম, মিঠুন চৌধুরী(৩০), অভিযুক্ত দাদা রঞ্জিত চৌধুরী পলাতক।
জানা গিয়েছে পারিবারিক বিবাদের জেরে দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়। বচসা চলাকালীন ভাইয়ের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় অভিযুক্ত দাদা। ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভাইয়ের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতুয়ালী ফাঁড়ির পুলিশ।
তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে তারা।
More Stories
এবার একুশে জুলাই রেকর্ড ভিড় হবে ধরে নিয়ে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে
জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
তাপমাত্রা নামলেও পথে বেরতে গিয়ে নাজেহাল হচ্ছে আমজনতা