মাধ্যমিক পরিক্ষার্থীদের সাফল্য কামনা করে বৃহস্পতিবার হাজরার নিউ হরাইজন হাইস্কুলে পরিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। ভূগোল পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে? সেই খোঁজও নেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়েই তাঁর পা ছুঁয়ে প্রণাম করে পরীক্ষা শুরু করে পরীক্ষার্থীরা। সূত্রের খবর, বুধবার মাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষা শুরুর আগেও একইভাবে আচমকাই ভবানীপুর গার্লসে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সামান্য কিছুক্ষণ সেখানে থাকলেও তার মধ্যেই পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলেন তিনি।