
জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ হাই স্কুল কোনপাকরী এলাকায় কনস্টেবল পদে পরীক্ষার্থীর আসন পড়েছিল। এডমিট কার্ড দেখে পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্রে ঢোকানোর সময় এডমিট কার্ডের ছবির সাথে পরীক্ষার্থীর ছবি এবং সিগনেচার না মেলায় তাকে পুলিশ আটক করেছে। নাম বিকাশ রায়। ( ২৩) জলপাইগুড়ি ক্রান্তি ব্লকের দক্ষিণ চক মৌলানি এলাকায় বাসিন্দা। এরপর ধৃতকে জলপাইগুড়ি কোতয়ালি থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে। জানালেন ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল।
More Stories
মার্চ থেকেই বাড়ছে গরম
জোড়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহভর বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ
বদলে গিয়েছে আবহাওয়া