March 14, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

পুলিশের কনস্টেবল পদে পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী সন্দেহে আটক এক

জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ হাই স্কুল কোনপাকরী এলাকায় কনস্টেবল পদে পরীক্ষার্থীর আসন পড়েছিল। এডমিট কার্ড দেখে পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্রে ঢোকানোর সময় এডমিট কার্ডের ছবির সাথে পরীক্ষার্থীর ছবি এবং সিগনেচার না মেলায় তাকে পুলিশ আটক করেছে। নাম বিকাশ রায়। ( ২৩) জলপাইগুড়ি ক্রান্তি ব্লকের দক্ষিণ চক মৌলানি এলাকায় বাসিন্দা। এরপর ধৃতকে জলপাইগুড়ি কোতয়ালি থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে। জানালেন ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল।