নদিয়ার তাহেরপুরের কামগাছি উত্তরপাড়া গ্রামে মা ও তাঁর ২ বছরের কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সূত্রের খবর, সোমবার দুপুরে সোনার একটি কানের দুল নিয়ে বচসা বাধে স্বামী-স্ত্রীর মধ্যে। এরপর গন্ডগোল চরমে উঠলে সেইসময় স্ত্রীকে খুনের চেষ্টা করে স্বামী।
এবিষয়ে মৃতার পরিবারের অভিযোগ, ৫ বছর আগে বীরনগর এলাকার এক যুবকের সঙ্গে বিয়ে হয় বছর ২৫ এর রুমার। বিয়ের পর থেকেই নানা কারনে শারীরীক ও মানসিক নির্যাতন চলত রুমার উপর। সোমবার দুপুরে নিছকই একটি সোনার কানের দুল নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা চরমে ওঠে। সেই সময় রুমাকে শ্বাসরোধ করে খুনের চেষ্ঠা করে তার স্বামী। খবর পেয়ে মেয়ে ও ২ বছরের নাতনিকে উত্তরপাড়ায় নিজের বাড়ি নিয়ে আসেন রুমার মা আন্না সরকার।
এরপরে ঘটনার দিন সকালে ঘর থেকে ধোঁয়া বেড় হতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি সেই আগুন নেভাতে ছুটে যান গ্রামবাসিরা। আগুন নেভানো হলেও শেষরক্ষা হয়নি। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় রুমা ও তার শিশুকন্যার। মৃতার পরিবারের অভিযোগ, স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরেই গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয়েছে তাদের মেয়ে। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় তাহেরপুর থানার পুলিশ। শুরু হয়েছে বিস্তারিত তদন্ত।