July 1, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

প্রতিমা বিসর্জন করতে এসে জলে ডুবে মৃত যুবকের

বালুরঘাট:বিশ্বকর্মা প্রতিমা বিসর্জন করাতে এসে বালুরঘাট আত্রাই নদীতে গতকাল এক যুবক জলের নীচে তলিয়ে যায়।গতকাল ওই যুবককে স্থানীয়রা ও পুলিশের কর্মীরা অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি।অবশেষে বৃহস্পতিবার সকালে বালুরঘাট কংগ্রেস ঘাটে রায়গঞ্জ থেকে ডুবড়ি এসে ওই যুবককে খোঁজাখোজি করার 5 ঘন্টা পর বালুরঘাট রেল ব্রিজ এলাকায় ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়।পরিবার সূত্রে জানাযায়, ওই যুবকের নাম সোহান সরকার বয়স 16 বছর।বাড়ি বালুরঘাট থানার খিদিপুর লোকনাথ পাড়া এলাকায়।পুলিশ মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট পুলিশ মর্গে পাঠায় |