
মালদা-মালদা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু মৃত্যু অব্যাহত। নতুন করে মৃত্যু হয়েছে আরও এক শিশুর। এই নিয়ে গত তিনদিনে মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যু হল।
মোট শিশু বিভাগের ভর্তি রয়েছে ১৩৫ জন শিশু। ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে ৬৬জন।
এদের মধ্যে ৪৮ জন জ্বরে আক্রান্ত।
৪জনের অবস্থা আশঙ্কাজনক।
জানালেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভাইস প্রিন্সিপাল পুরনজয় সাহা।
অন্যদিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডাক্তার সুষ্মা সাহু জানিয়েছেন যে শিশুটির মৃত্যু হয়েছে সেগুলিকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয়েছিল মেডিকেল কলেজ হাসপাতালে।
More Stories
জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
তাপমাত্রা নামলেও পথে বেরতে গিয়ে নাজেহাল হচ্ছে আমজনতা
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী