December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ফের নাশকতার ছক বীরভূমে, উদ্ধার ৫০টিরও বেশি বোমা

পুরো ভোটের আগে ফের নাশকতার ছক বীরভূমে। এবার বোলপুরের সিয়ান গ্রাম থেকে উদ্ধার হল ৫০টিরও বেশি বোমা। স্থানীয় সূত্রে খবর, বোলপুর থেকে নানুর যাওয়ার রাস্তার উপরে তৃণমূল কার্যালয় থেকে পঞ্চায়েত অফিস পর্যন্ত প্রায় ২০০ মিটার রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল বোমাগুলি। গ্রামবাসীরা জানান, রাতে বমা ফাটার শব্দ শুনতে পান তাঁরা। যা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের প্রাথমিক ধারনা, দুষ্কৃতীদের মূল টার্গেট ছিল সিয়ান তৃণমূল কার্যালয়। পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় ঘুটিয়ারি শরিফ এলাকায় বোমাকে বল ভেবে তা নিয়ে খেলা করছিল স্থানীয় কিছু শিশু। সেইসময় ওই বোমা ফেটে আহত হয় ৩ শিশু। ঘটনায় অভিযোগের তীর এলাকার যুব তৃণমূল কর্মী সাত্তার হালদার ও রেজ্জাক শেখের বিরুদ্ধে। ঘটনার পর পুলিশ রেজ্জাককে গ্রেফতার করলেও বেপাত্তা সাত্তার। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।