July 11, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বন দপ্তরের চেক পোষ্টের সাথে দুর্ঘটনা, আহত দুই যুবক

বন দপ্তরের চেক পোষ্টের সাথে দুর্ঘটনা, ঘুরুতর আহত দুই যুবক। মালবাজার মহকুমার কাঠামবাড়ি এলাকায় রাজ্য সড়কে ঘটনা। মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানিয় মানুষেরা উদ্ধার করে প্রথমে মাল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে দুই জনকেই শিলিগুড়ি রেফার করা হয়। আহত দুই যুবকের নাম রাহুল শর্মা(২৫) এবং দীলিপ রাই (২৮)। দুজনের বাড়ি জলপাইগুড়ি বলে জানা গেছে। আরো জানা গেছে দুজনেই একটি বাইকে করে মালবাজার ব্লকে ফুটবল খেলা দেখতে এসেছিলো। জলপাইগুড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।

স্থানিয় সুত্রে জানা গেছে কাঠামবাড়ি বন দপ্তরের এই চেক পোষ্টট এলাকায় পর্যাপ্ত লাইট না থাকায় এবং চেকপোস্ট কোন রিফ্লেক্টর না থাকায়, রাতের বেলায় ঠিকঠাক চেক পোষ্ট দেখা যায় না। পাশাপাশি বাইকটিও গতিও খুব বেশি ছিলো। বাইক চালক বুঝতেই পারেনি চেকপোস্ট বন্ধ রয়েছে। চেকপোষ্টে ধাক্কা খেয়ে পোষ্টের মধ্যেই ছিটকে পড়ে ওই দুই যুবক। আর বাইকটি চলন্ত অবস্থা বহু দূর গিয়ে পড়ে । স্থানিয় মানুষজন এর দাবি চেকপোস্ট এলাকায় পর্যাপ্ত লাইটের ব্যাবস্থা থাকলে বাইক চালক চেকপোস্ট দেখে সতর্ক হতে পারতো।