ঘটনার ৫ দিনের মাথায় ডাকাতির কিনারা করলো পুলিশ। গ্রেফতার দুই ডাকাত।
গত ৭ সেপ্টেম্বর জলপাইগুড়ি দেবনগড় এলাকায় এক বৃদ্ধ ও বৃদ্ধাকে মারধর করে পোস্ট কোভিড চিকিৎসার জন্য বাড়িতে রাখা প্রায় সাড়ে চার লক্ষ টাকা নিয়ে চলে যায় ডাকাত দল। একইসাথে নিয়ে যায় দেড় লক্ষাধিক টাকার গহনা। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। এরপর গতকাল গভীর রাতে জলপাইগুড়ি পাঙ্গা সাহেব বাড়ি এলাকা থেকে পলাশ বিশ্বাস ও সম্রাট রায় নামে দুই যুবককে ডাকাতকে অভিযোগে গ্রেফতার করে রবিবার তাদের আদালতে তোলা হয়।
ঘটনায় জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী বলেন ডাকাতির অভিযোগে আমরা দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। এদের ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার করতে পারবো।
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী