ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মালবাজার মহকুমার ওদলাবাড়ি ঘীস রেল সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে।
স্থানিয় সুত্রে জানা গেছে রবিবার দুপুর ২টা নাগাদ এক যুবক মটর সাইকেল নিয়ে ঘীস রেল সেতুর কাছে আসে।রেল সেতুর কাছে বাইক রেখে বেশ কিছুক্ষন ধরে রেল লাইনের কাছাকাছি তে ঘুরাঘুরি করছিলো অই যুবক। দুপুর ২টার পর শিলিগুড়ির দিক থেকে একটি মাল ট্রেন মালবাজারে দিকে যাচ্ছিলো। হঠাৎ স্থানিয় মানুষ দেখেন ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ওই যুবক এবং ঘটনা স্থলেই মৃত্যু ওই যুবকের।
স্থানিয় মানুষ এরপর মালবাজার পুলিশ এবং রেল পুলিশ কে খবর দেয়। এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃত যুবকের নাম পরিচয় জানা যায় নি। পুলিশ বাইকের সুত্র ধরে মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে।
স্থানিয় যুবক মহম্মদ রাহুল বলেন, এই মৃত যুবকের কাছ থেকে পুলিশ মোবাইল উদ্ধার করেছে। সুসাইট না দুর্ঘটনা তা এখনো পরিস্কার নয়। ট্রেনের ধাক্কা মৃতদেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। এই যুবকের মৃত্যুর পাশাপাশি ওই ট্রেনের ধাক্কায় একটি ছাগলেরও মৃত্যু হয়েছে। উল্লেখ্য গত সপ্তাহেও বাইক নিয়ে এসে এই এলাকাতেই আর এক যুবকের মৃত্যু হয়েছিলো ট্রেনের ধাক্কায়।
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী