করোনার ভ্যাকসিন নেওয়ার লাইনে ব্যাপক বিশৃঙ্খলার ঘটনায় বন্ধ করে দিতে হল টিকাকরণের কাজ। লাইনে উপস্থিত মানুষের ভিড় উপচে পড়ায় স্বাস্থ্যকেন্দ্রে ঢুকতেই পারলেন না টিকাকর্মীরা। শনিবার ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার চৌকি মিরদাদপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। জানা গেছে, এদিন টিকা নিতে ওই স্বাস্থ্যকেন্দ্রে ভিড় করেন এলাকার কয়েকশ বাসিন্দা। টিকা পাওয়ার আশায় ভ্যাকসিনের লাইনে শুরু হয় চরম বিশৃঙ্খলা। এগারোটা নাগাদ স্বাস্থ্যকর্মীরা এলে বিশৃঙ্খলার জন্য তারাও স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করতে পারেন নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ। ঘটনার জেরে সাময়িক ভাবে বন্ধ রাখা হয় ভ্যাকসিন দেওয়ার কাজ।

More Stories
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা
বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি
শনিবার রাতে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি