December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

অভিনেতা তাপস পালের নিথর দেহ কলকাতায়!

প্রয়াত তাপস পালের দেহ নিয়ে আসা হচ্ছে কলকাতায়। ইতিমধ্যেই মুম্বই থেকে তাঁর দেহ নিয়ে রওনা দিয়েছেন পরিজনরা। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছবে। বুধবার সকালে ১১টা থেকে তাঁর দেহ শায়িত থাকবে রবীন্দ্রসদনে। সেখানেই প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাবেন চলচ্চিত্র জগতের ব্যক্তিত্বরা। অনুরাগীরাও এদিন শ্রদ্ধা জানাতে পারবেন তাঁদের প্রিয় নায়ককে। তারপর কেওড়াতলা মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সূত্রের খবর, মঙ্গলবার ভোর রাতে মুম্বাই-এর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ১ ফেব্রুয়ারি মেয়ের কাছে যাওয়ার জন্য বিমানবন্দর পৌঁছেছিলেন তিনি। তখনই আচমকা অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে ভরতি করা হয় মুম্বইয়ের হাসপাতালে। প্রায় দু’সপ্তাহ ধরে হাসপাতালেই ছিলেন তিনি। মঙ্গলবার ভোরে তিনি হৃদরোগে আক্রান্ত হন।