July 11, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

দলীয় সংগঠনকে সক্রিয় করতে পূর্ব মেদিনীপুর জেলা তমলুক লোকসভা কেন্দ্রীক তৃণমূল কংগ্রেস কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পরে সবথেকে বেশি জোর দিয়েছেন দলীয় সংগঠন কে মজবুত করার। সেইমতো পূর্ব মেদিনীপুর জেলা কে দুটি ভাগে ভাগ করেছেন। একটি হল তমলুক লোকসভা কেন্দ্রীক তৃণমূল কংগ্রেস কমিটি। আরেকটি হলো কাঁথি লোকসভা কেন্দ্রীক তৃণমূল কংগ্রেস কমিটি। পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেসের দুটি সাংগঠনিক কমিটিকে নতুন করে সাজানো হয়েছে। শনিবার তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধে পূর্ব মেদিনীপুর জেলা তমলুক লোকসভা কেন্দ্রীক তৃণমূল কংগ্রেস কমিটির গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়। উপস্থিত ছিলেন তমলুক লোকসভা কেন্দ্রীক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি দেব প্রসাদ মন্ডল। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, বিধায়ক ফিরোজা বিবি, বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, বিধায়ক বিপ্লব রায় চৌধুরী, বিধায়ক সুকুমার দে, আইএনটিটিইউসি সভাপতি তাপস মাইতি, আইএনটিটিইউসি অবজারভার সঞ্জয় ব্যানার্জি সহ তমলুক লোকসভা কেন্দ্রীক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্যরা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে আটটি বিধানসভা পরে। যার মধ্যে এবারে বিধানসভা নির্বাচনে পাঁচটি বিধানসভা দখল করতে পেরেছে। যে তিনটি বিধানসভা তৃণমূল কংগ্রেস হেরেছে সেই জায়গায় তৃণমূল কংগ্রেস সংগঠনকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন। বিধানসভা নির্বাচনে যেসব তৃণমূল নেতাসহ কর্মী-সমর্থকরা বিজেপির দিকে চলে গিয়েছিল, সেইসব নেতৃত্ব এবং কর্মী-সমর্থকরা আবার দলে দলে তৃণমূল কংগ্রেসে ফিরে আসার চেষ্টা করছেন। সেইসব নেতৃত্ব এবং কর্মী-সমর্থকরা যাতে সহজে দলে ঢুকতে না পারে তার আবেদন জানান এই বৈঠকে আসা বিধায়করা।