টাকা চাওয়া নিয়ে বচসার জেরে ছেলের হাতে মায়ের খুন হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় খাস কলকাতায়। সূত্রের খবর, অভিযুক্ত রাকেশ দত্তের মা ছিলেন মৃতা মৌমিতা দত্ত। স্থানীয় সূত্রে জানাযায়, তিনি লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার চালাতেন। অন্যদিকে প্রতিবেশীদের অভিযোগ, অভিযুক্ত রাকেশ সারাক্ষণ-ই টাকাপয়সা নিয়ে ঝামেলা করত। তারা আরো জানায়, কোন প্রকার পড়াশুনা করত না রাকেশ।
শুধুমাত্র তার মায়ের কাছে এটা দাও ওটা দাও বলে প্রতিনিয়ত অশান্তি করত। ঠিক সেই রকমই ঘটনার দিন টাকাপয়সা নিয়ে ছেলের সঙ্গে অশান্তি শুরু হয় মৌমিতা দেবীর। পরে সেই অশান্তি ক্রমেই চরম পরিস্থিতিতে পৌছালে আচমকা মায়ের বুকে ঘুসি মারে রাকেশ। এরপর সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে মৃত্যু হয় মৌমিতা দত্তের। ঘটনার পরই অভিযুক্ত রাকেশ ফোন করে তার জামাইবাবুকে জানায় যে, সে তার মা কে মেরে ফেলেছে। যদিও এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়।