অবশেষে সোমবার নির্ভয়া কান্ডে দোষীদের ফাঁসি নির্দেশ দিল দিল্লির পাতিয়ালা হাউসকোর্টের। আগামী 23 মার্চ সকাল ছটায় অভিযুক্ত চার ধর্ষকের ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এদিন ওই মৃত্যু পরোয়ানা জারি করেন, অতিরিক্ত সেশন জাজ ধর্মেন্দ্র রানা। এর আগে ২ বার ফাঁসির দিন ঠিক হয়েও, আইনি জটিলতায় বার বার পিছিয়ে গিয়েছে সেই দিন। সূএের খবর, বিনয় শর্মার আইনজীবী আদালতে জানান, জেলে বিনয়কে মারধর করা হয়েছে। তার মাথায় আঘাত রয়েছে। ফলে সে মানসিক অসুখে ভুগছে। এই সমস্ত বিষয়কে নিয়েই বার বার তৈরি হয়ছে আইনি জটিলতা। অন্যদিকে, আসামী পবন গুপ্তার আইনজীবী আদালতে জানান, পবন তার কিউরেটিভ পিটিশন সুপ্রিম কোর্টে পাঠাতে চায়। পাশাপাশি রাষ্ট্রপতির কাছেও প্রাণভিক্ষার আবেদন করতে চায়।