
মালদাঃ-স্বাধীনতা দিবসের আগে চোরাই বাইক সহ এক পান্ডাকে গ্রেফতার করল মালদহের চাঁচল থানার পুলিশ।গোপন সূত্রে অভিযান চালিয়ে শুক্রবার গভীর রাতে চাঁচল থানার থাহাঘাটি এলাকার বালিডাঙ্গা গ্রাম থেকে পুলিশ তিনটি বাইক সহ এক চোরাকারবারীকে গ্রেফতার করে।পুলিশ জানায়, ধৃতের নাম আসান আলী ওরফে ঢাকনা (৫৫)। বাড়ি চাঁচল থানার থাহাঘাটি গ্রামে।ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শনিবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।ওই পন্ডার আরও কোনো বড়সড় চক্র রয়েছে কিনা,তদন্ত চালাচ্ছে চাঁচল থানার পুলিশ।
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা