
মালদাঃ-হবিবপুরে চুকরীর নামে ভুয়ো সংস্থার পর একই সংস্থার নাম দিয়ে প্রতারনার অভিযোগে ইংরেজবাজারের ৬নম্বর ওয়ার্ডের ১নম্বর কলোনী এলাকায় মঙ্গলবার রেইড করে পুলিশ। আটক করা হয়েছে সাতজন মহিলাকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অফিস থেকে উদ্ধার করা হয়েছে কম্পিউটার ও বেশকিছু নথি। সেইসব খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা।
ইংরেজবাজারের ১নম্বর গভমেন্ট কলোনী এলাকায় বাড়ি ভাড়া নিয়ে চাকুরী প্রতারনার অফিস করে বসে। পুলিশ অভিযোগ পেয়ে অভিযান চালায়। সেখান থেকেই বহু নথিও ও কম্পিউটার উদ্দার হয়েছে। চলছে জিঞ্জাসাবাদ। বাড়ির মালিক অপু সাহা জানান,আমার কাছে ভাড়া নিতে এসেছিল ভাড়া দিয়েছে। তারা বলেছিল অফিস করবে। সেই মত ঊফিস করেছিল।
জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, ধৃত ৫জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইংরেজবাজারেও রেইড করা হয়ছে। সেখানে বেশ কয়েকজনকে আটক করে জিঞ্জাসাবাদ করা হচ্ছে। এই ধরনের অফিস জেলায় আরো বেশ কয়েকটি রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
More Stories
দক্ষিণবঙ্গে বাড়বে তাপপ্রবাহ
মার্চ থেকেই বাড়ছে গরম
জোড়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহভর বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ