
বাড়ির পাশে হাতির হানায় মৃত্যু হলো এক বৃদ্ধের।মঙ্গলবার গভীর রাত্রে ঘটনাটি ঘটে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের আইভীল চা বাগানের জরিপ লাইনে।মৃত ব্যক্তির নাম বাবুলাল ওঁরাও(৫৭)।জানা যায়,মঙ্গলবার রাত প্রায় ১২ টা নাগাদ ওই ব্যক্তি আত্তিয়র বাড়ি থেকে বাড়ির বাড়ি ফিরছিলেন ।ওই সময় একটি হাতি এসে ওই ব্যক্তিকে শুরু দিয়ে তুলে আছড়ে দেয়।ঘটনাস্থলেই ব্যাক্তির মৃত্যু হয়।খবর পেয়ে রাত্রেই এলাকায় যায় বনদপ্তরের খুনিয়া স্কোয়াড ও মেটেলি থানার পুলিশ।রাত্রেই পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়।আজ দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।বনদপ্তর সূত্রে জানা যায়,সরকারি নিয়মে মৃতের পরিবার ক্ষতিপূরণ পাবে।
More Stories
মার্চ থেকেই বাড়ছে গরম
জোড়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহভর বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ
বদলে গিয়েছে আবহাওয়া