
মালদাঃ- : হবিবপুর থানার অন্তর্গত পান্নাপুর ক্যাম্পের ১৫৯ ব্যাটালিয়ানের বিএসএফ জওয়ানদের হাতে আটোক দুই পাচারকারী।জওয়ানেরা সিমান্ত এলাকায় ডিউটি করার সময় রবিবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় দুই ভারতীয় চোরাচালানকারি আটক করে। বিএসএফ সূত্রে জানা গেছে-রবিবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তে পান্নাপুূর ক্যাম্পের এলাকায় দুই ভারতীয় চোরাচালানকারীরা একটি স্কুটি নিয়ে সীমান্ত বর্ত্তী এলাকায় তারকাঁটা আশেপাশে ঘোরাঘুরি করতে দেখতে পাই কতব্যরত বিএসএফ জাওয়ানরা।তারপর তাদেরকে সন্দেহ হওয়ায় ওই দুই যুবকদের স্কুটি তল্লাশি চালানোর সময় তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয়, স্কুটি থেকে ২কেজি গাঁজা,১টি স্কুটি,২টি মোবাইল ফোন,ও ৪টি ভারতীয় সিম, এবং ১টি মেমোরি কার্ড। তাদের দুই জনের নাম -হীরা মোহন বিশ্বাস (২২),বিশাল মন্ডল (১৮) তাদের দুই জনের বাড়ি হবিবপুর থানার ডাল্লা এলাকায়। তাদের দুই জনকে হবিবপুর থানার হাতে তুলে দেওয়া হয় বিএসএফ তরফে।বিএসএফের সুত্রে জানাগিয়েছে এই এই দুই যুবকদের সাথে আর কেউ জরিত আছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করা হছে।
More Stories
মার্চ থেকেই বাড়ছে গরম
জোড়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহভর বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ
বদলে গিয়েছে আবহাওয়া