February 6, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

এসিড হামলার শিকার হলেন এক সরকারি কর্মচারী, চাঞ্চল্য জলপাইগুড়িতে

এসিড হামলার শিকার হলেন এক সরকারি কর্মচারী। চাঞ্চল্য জলপাইগুড়িতে।

অহরহ মহিলাদের ওপর অ্যাসিড আক্রমণের ঘটনা শোনা গেলেও এবার এক পুরুষের ওপর অ্যাসিড আক্রমনের ঘটনা ঘটলো জলপাইগুড়িতে।

সোমবার রাতে অফিস সেরে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন বছর ৩৯ এর যুবক শুভময় চক্রবর্তী। পেশায় তিনি জলপাইগুড়ি জেলাশাসকের এন আর ই জি এ দপ্তরের কর্মী।

জলপাইগুড়ির এ সি কলেজের সামনে আসতেই তার বাইকটিকে ওভারটেক করে একটি বাইক ও একটি বোলেরো গাড়ি। এরপর তিনি লক্ষ করেন তার হাত ও পিঠ ভিজে গেছে। এরপর শুরু হয় তীব্র জ্বালা ও যন্ত্রণা। এরপর তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

এরপর তাকে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় কোতোয়ালি থানার পুলিশ।

ঘটনায় শুভময় চক্রবর্তী বলেন চিকিৎসককে দেখালে তিনি বলেন আমার উপর কার্বোলিক এসিড হামলা হয়েছে। আমার সাথে ব্যাক্তিগত ভাবে কারো কোনোদিন ঝামেলা হয়নি। কিন্তু কারা আমার সাথে এই ধরনের ঘটনা ঘটালো তা আমি ভেবে পাচ্ছিনা। আমি চাই পুলিশ তদন্ত করে অভিযুক্ত দের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিক।

ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন এক ব্যাক্তির ওপর এসিড হামলার ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার নেপথ্যে ব্যাক্তিগত শত্রুতা নাকি অন্য কারণ রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।