সপ্তাহের প্রথম দিনেই ভয়াবহ আগুন লাগে মুম্বইয়ের জিএসটি ভবনে। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। আগুনের তীব্রতায় সমস্ত জিএসটি সংক্রান্ত প্রচুর নথি পুড়ে যাওয়ার আশঙ্কা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। তবে এই ভয়াবহ এই আগুনে কেউ আটকে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রথমে ৮ তলায় আগুন লেগে যায়। তা থেকে ৯ তলায় ছড়িয়ে পড়ে। কিছুক্ষনের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় বহুতল।