
পুকুরে বিষক্রিয়ার অভিযোগ।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের ভেমটিয়া ওভারব্রিজ এলাকায়।জানা যায় স্থানীয় আবু তাহের নামে এক ব্যক্তির প্রায় সাড়ে তিন বিঘা পুকুরে ঘটনাটি ঘটে।এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুকুরের মাছ গুলিকে ভেসে উঠতে দেখে খবর পৌছায় পুকুর মালিকের কাছে।মুহুর্তে প্রচুর মাছ ভেসে ওঠে।অভিযোগ কেউ বা কারা বিষ ঢেলে দেয় বৃহস্পতিবার সকালে।পুকুর মালিক আবু তাহেরের দাবি প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং প্রাথমিক পর্যায়ের তদন্ত সারেন।প্রচুর পরিমান চারাপোনা, রুই,কাতল,বোয়াল মাছ এদিন বিষক্রিয়ায় ভেসে ওঠে বলে দাবি।
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন