
বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার হল এক গৃহবধূর মৃতদেহ। আজ সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার তপন থানার রামনগর এলাকায়। আর এই দেহ উদ্ধারের এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে ঝবর পেয়ে ছুটে আসে পুলিশ। স্থানীয় মানুষজন খুনের অভিযোগ তুলে তপন-করদহ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। মৃতদেহ উদ্ধার করতে গেলে ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকর্মীদের। এমনকি, মৃত বধূর বাপের বাড়ির লোকজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন গ্রামবাসীরা।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম তিথি সরকার (২৪)। ঘটনায় পুলিশ মৃত বধূর বাবা, মা ও ভাইকে আটক করেছে। জানা গিয়েছে, গত দেড় বছর আগে তপন থানার রামনগর গ্রামের বাবুল সরকারের মেয়ে তিথি সরকারে সঙ্গে মালদা জেলার পুকুরিয়া থানার সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা মহম্মদ আসরাফুল হকের বিয়ে হয়। মহম্মদ আসরাফুল হক পেশায় একজন পুলিশকর্মী। তাঁদের চার মাসের পুত্র সন্তান রয়েছে। গত রবিবার বিকেলে স্বামীর বাড়ি থেকে মেয়েকে নিয়ে আসে বাবা-মা। মঙ্গলবার ভোর থেকে নিঁখোজ থাকেন তিথি। স্ত্রীর নিখোঁজ হওয়ার খবর পেয়ে মঙ্গলবার ছুটে আসেন মহম্মদ আসরাফুল। দিনভর স্ত্রীকে বিভিন্ন জায়গায় খোঁজখুঁজির পর রাতে ফিরে যান তিনি। বুধবার ভোরে মৃতের বাপের বাড়ির পাশের একটি পুকুরে তিথির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপরেই এলাকার মানুষজন খুনের অভিযোগ তুলে তপন-করদহ রুট অবরোধ করে বিক্ষোভ দেখান। মৃতের বাপের লোকজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ক্ষুদ্ধ গ্রামবাসীরা। খবর পেয়ে তপন থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করতে গেলে গ্রামবাসীদের ক্ষোভের পড়তে হয় পুলিশকে। পরে পুলিশ মৃত বধূর বাবা, মা ও ভাইকে আটক করে থানায় নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা