
মালদাঃ-গরু রাখা কেন্দ্র করে বিবাদ। দুই প্রতিবেশীর বিবাদের জেরে সংঘর্ষ। আহত উভয় পক্ষের ছয় জন। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার নরোত্তমপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে,বাড়ির সামনে মহন্মদ মুসাফিরদের গরু বাঁধা ছিল। সম্প্রতি আরসাফুল শেখরা নতুন গাড়ি কিনেছে। সেই গাড়ি বাড়িতে ঢোকার জন্য বাঁধা হয়ে দাঁড়ায় গরু। ফলে আশরাফুলরা গরুটিকে খুলে দেয়। এরপরই ঘটনার প্রতিবাদ জানায় মহন্মদ মুসাফির ও তার পরিবারের সদস্যরা। এরপরই রাত্রবেলা এই নিয়ে আসরাফুল ও মুসাফিরের পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ এরপর আসরাফুল দলবল নিয়ে এসে মুসাফিরের পরিবারের ওপর চড়াও হয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে বলে অভিযোগ। এতে দুই পরিবরের ছয় জন গুরুত্বর আহত হয় । তাদের বিবাদ চলাকালীন চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে এসে তাদের উদ্ধার করে মালদা মেডিক্যালে ভর্তি করে। মহন্মদ মুসাফিরের অবস্থা আশঙ্কা জনক রয়েছে। সে মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ। যায়। নতুন করে যাতে এলাকা উত্তপ্ত না হয় সেই কারনে রাতভোর এলাকায় পুলিশ পিকেট বসনো হয়েছে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে,দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।
More Stories
অসুস্থ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়
বিধানসভায় গিয়ে নতুন ৬ বিধায়ককে শপথ পড়াবেন খোদ ‘আগ্রহী’ রাজ্যপাল
চলতি সপ্তাহেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে