সাত সকালে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে।ওই ব্যক্তিকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর শহরে 512 নম্বর জাতীয় সড়কের পাশে বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মানিক সাহা (৪৮) পেশায় গাড়ি ব্যবসায়ী। বাবা সূর্য সাহা বাড়ি গঙ্গারামপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের ভদং পাড়া এলাকায়। এদিন সকালে বিষয়টি নজরে আসে এলাকাবাসীদের। খবর পেয়ে ছুটে আসে গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ওই ব্যবসায়ীর স্কুটি উদ্ধার হয়েছে। পাশাপাশি মৃতদেহের পাশে থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু বড় বড় পাথর, পুলিশের প্রাথমিক অনুমান পাথরের আঘাতেই ব্যবসায়ীকে খুন করা হয়েছে। এলাকা সূত্রে খবর গাড়ির ব্যবসার পাশাপাশি দু’নম্বরই ব্যাবসার সাথেও যুক্ত ছিলেন ওই ব্যবসায়ী। ঘটনায় কে জড়িত রয়েছে তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

More Stories
নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে বঙ্গে
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শীতের দাপট দেখা যাচ্ছে বঙ্গে
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা