
মালদাঃ-কৃষক বন্ধুদের তৎপরতায় প্রাণ পেল আরেক কৃষক বন্ধু।স্বস্তি মিলেছে পরিবারে।মঙ্গলবার সকাল থেকেই মালদহের চাঁচলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলেছে।তবে আমন ধানের চাষের জন্য চাষীরা থমকে নেই।প্রস্তুতি চলছে জোরকদমে।এদিন দুপুরে মাঠে চাষের কাজ করা কালীন বজ্রাঘাতে জমিতে লুটিয়ে পড়েন কৃষক পহরী দাস(২৭)। ঘটনাটি চাঁচল-১ নং ব্লকের মহানন্দাপুর জিপির ধঞ্জনা গ্রামের দ্বিফসলী মাঠের ঘটনা।এই দৃশ্য দেখে ছুটে আসেন অন্যান্য কৃষকরা।সাদ্দাম হোসেন সহ কতিপয় কৃষকরা জমি থেকে উদ্ধার করে ডাঙায় নিয়ে আসা হয় ওই কৃষককে ।মুহুর্তের মধ্যে বাইকে করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় তাকে।আপাতত সেখানেই বর্তমানে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে দইভাত্তা গ্রামের পহরি দাস এদিন জমিতে কাজ করতে এসেছিলেন তারপরেই ঘটে যায় বিপত্তি।
More Stories
জোড়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহভর বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ
বদলে গিয়েছে আবহাওয়া
তিনজন সদস্যের মৃত্যুর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য