রবিবার রাতে দুই তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যারজেরে তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তেজনা ছড়াল কোচবিহারের তুফানগঞ্জ এক নম্বর ব্লকের অন্দরান ফুলবাড়ি এলাকায়। সূত্রের খবর, ঘটনার দিন সকাল থেকেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাঁধে যা রাতে চরম আকার নেয়।
অভিযোগ, বিজেপির বাইক বাহিনী দুই তৃণমূল কর্মীর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। তাতে জখম হয়েছেন তিনজন। এই ঘটনায় তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তুফানগঞ্জ থানার পুলিশ এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে। তার সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি বাইকও। যদিও তৃণমূলের তোলা অভিযোগ খারিজ করে দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই হামলা। তবে অন্যদিকে ঘটনার পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।