March 14, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বাড়ি থেকে ডেকে যুবককে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ বন্ধুর বিরুদ্ধে

মালদা: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল দুই বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার বালাপাথার এলাকায়। আক্রান্ত এই যুবক বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে আক্রান্ত ওই যুবকের নাম তহিদুর রহমান। বাড়ি ওই এলাকাতেই। আক্রান্ত যুবকের পরিবারের অভিযোগ তার দুই বন্ধু ঘুরতে যাবে বলে বাড়ি থেকে তহিদুর কে ডেকে নিয়ে যায়। বুধবার গভীর রাতে বাড়ির পাশেই রক্তাক্ত অবস্থায় ওই যুবকের দেহ উদ্ধার। এর পরই তড়িঘড়ি ওই যুবককে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং পরে বৃহস্পতিবার সকালে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের অভিযোগ পুরনো কোন আক্রোশ এর জেরে তার দুই বন্ধু তাকে কুপিয়ে খুন করার চেষ্টা করেছিল। এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় ওই দুই বন্ধু মোহাম্মদ বাবু সহ দুইজনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।