বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা এবং সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়। আলিপুর আবহাওয়া দফতর আগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। পাশাপাশি বেশ কিছু জায়গায় জারি করা হয়েছিল বজ্রপাতের সতর্কতা।
কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ার বেশ কিছু জায়গায় মুষলধারে বৃষ্টি হয় এদিন। সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলায়। বৃষ্টির জেরে সাময়িকভাবে খানিকটা তাপমাত্রা কমলেও, গুমোট গরম এখনও কাটেনি। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

More Stories
সাতসকালে কলকাতায় ভূমিকম্প
শীতের দিনে ঘুরে দেখুন কলকাতা
রাতের শহরে ভয়াবহ দুর্ঘটনা