মালদা-আপাতত মহানন্দা ব্রিজ বাস ও হাল্কা যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হল। এখন ভারী যানবহন চলাচল করা যাবে না। এমনিতে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ভারী যান চলাচল বন্ধ রয়েছে। তার মধ্যে এখন পুরোপুরি ভারী যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে ট্রাফিক পুলিশ সুত্রে জানা গেছে। মঙ্গলবাড়ি মহানন্দা সেতুর কাজ শুরু হওয়ায় গত ১১ জুন থেকে যান চলাচল বন্ধ রাখা হয়। রবিবার থেকে বাস ও হাল্কা যানবাহন চলচলের অনুমতি দেয় ৩৪ নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ট্রাফিক ওসি বিটুল পাল জানান, ‘এদিন থেকে বাস ও হাল্কা যানবাহন চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হল। ভারী যানবাহন শহরের মধ্যে দিয়ে এখন চলাচল করতে পারবে না। যখন নির্দেশিকা আসবে, তখন অনুমতি দেওয়া হবে।’
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী