
জলপাইগুড়ি -পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এসইউসিআই আন্দোলন, বিক্ষোভ, রাস্তা অবরোধে সামিল হল। বুধবার জলপাইগুড়ি শহরে মিছিল করে কদমতলা মোড়ে রাস্তা অবরোধ করেন দলের নেতা কর্মীরা।
রাজ্যের সব জায়গায় সঙ্গে জলপাইগুড়ি শহরে পেট্রল- ডিজেলের দাম কমানোর দাবিতে চলছে আন্দোলন। সাতদিন ধরে টানা আন্দোলনের পরেও এখনো জ্বালানির দাম কমানো হয়নি। এর প্রতিবাদে এদিন রাস্তা অবরোধের মধ্য দিয়ে আন্দোলন করলেন এসইউসিআই শহর ব্লক লোকাল কমিটি। বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর কুশ পুতুল দাহ করলেন দলের নেতা কর্মীরা। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কমানোর পাশাপাশি রান্নার গ্যাসের দাম কমানোর দাবি তোলা হয়েছে।
অন্যদিকে রান্নার গ্যাস, কেরোসিন, সরষের তেল, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কমানোর দাবি তোলা হয়েছে।
More Stories
এবার একুশে জুলাই রেকর্ড ভিড় হবে ধরে নিয়ে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে
জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
তাপমাত্রা নামলেও পথে বেরতে গিয়ে নাজেহাল হচ্ছে আমজনতা