দেহ উদ্ধারের পর রাতেই গ্রেফতার খুনের ঘটনায় দুই অভিযুক্ত। বুধবার রাতে ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতাগ্রাম ১ নং গ্রাম পঞ্চায়েতের বামনটারি এলাকায় পাট ক্ষেতের মধ্যে থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।এরপর পুলিশ ঘটনার তদন্তে নামে।খুনের ঘটনার পেছনে স্থানীয় এক মহিলা ও তার স্বামীর নাম উঠে আসে।অভিযোগ ঐ মহিলার সঙ্গে মৃত শিস কুমার রায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই সর্ম্পকের জেরে অভিযুক্ত ঐ মহিলা সুমিত্রা ওরাও এবং তার স্বামী রাম কিশোর ওরাও পরিকল্পনা করে শিশ কুমারকে ডেকে নিয়ে গিয়ে পাঠ ক্ষেতের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে খুন করে বলে অভিযোগ শিস কুমার রায়ের পরিবারের। বুধবার রাতে পুলিশ দেহ উদ্ধারের পরই তদন্ত শুরু করে ঐ মহিলা ও তার স্বামীকে গ্রেফতার করে।ধৃতদের বৃহস্পতিবার সকালে পুলিশ জিঞ্জাসাবাদ চালায় বলে জানা গিয়েছে।
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী