স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন ।মৃত গৃহবধূর নাম আলিমা খাতুন।ভগবানগোলা থানার কুঠিরামপুর অঞ্চলের রামেশ্বরমাটি চাঁওয়ার ঘটনা।
পরিবারের অভিযোগ, তিন বছর আগে আলিমা খাতুনের বিয়ে হয় সারয়ার হোসেনের সঙ্গে।তাদের একটি পুত্র সন্তানও আছে।বেশ কয়েক মাস আগে থেকে সারয়ার হোসেন বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়িয়ে পড়ে।এই নিয়ে তাদের মধ্যে মাঝে মধ্যে বচসা হতো।গতকালও হয়তো আলিমা খাতুন তার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করে।যার জেরে মঙ্গলবার রাতে আলিমা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে।ঘটনায় দু’ জনের বিরুধ্যে ভগবানগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতার পরিবার।ভগবানগোলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।ঘটনায় মৃতার স্বামী কে গ্রেপ্তার করে ভগবানগোলা থানার পুলিশ।
More Stories
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী
পদ্মাপারের জঙ্গি গোষ্ঠীর নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারীর উপর হামলার আশঙ্কা রয়েছে বলে বার্তা