November 4, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

নদী পারাপার করতে গিয়ে মৃত্যু হল এক যুবকের

নদী পারাপার করতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। নাম যশপাল লোহার (২৮)।বাড়ি মাল ব্লকের লিসরিভার চাবাগান এলাকায়। মালবাজার ব্লকের বাবুজোত এলাকার ঘীস নদীর ঘটনা।

স্থানিয় সুত্রে জানা গেছে এই যুবক ঘীস নদীর চর এলাকায় শুক্রবার সকালে কৃষি কাজ করতে এসেছিলো। দুপুরে নাগাদ ঘীস নদী পেরিয়ে যাবার সময় হঠাৎ নদীর জল বেরে যায়। আর নদীর জলের শ্রোতে কিছুদুর ভেসে যায়। এরপক কিছুক্ষন পর নদীতে কাজ করতে আসা লোকজন স্থানিয় যুবকদের খবর দিলে তারা তড়িঘড়ি ওই যুবকে ডাঙ্গায় তুলে আনে। তবে ততক্ষনে ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনা স্থলে আসে মালবাজার থানার পুলিশ। আসে যুবকের বাড়ির লোকজন।

মালবাজার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জল জলপাইগুড়ি পাঠিয়েছে।
তরতাজা যুবকের এই ভাবে মৃত্যুতে শোকের ছায়া লিসরিভার চাবাগান এলাকায়।