গঙ্গারামপুর, ২২ জুন: গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক সিভিক ভলেন্টিয়ার। মঙ্গলবার সকালে বাড়ি থেকেই বাবুল আক্তার(২৮) নামে ওই সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এদিকে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় গঙ্গারামপুর থানার জাহাঙ্গীরপুর পাইকপাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গঙ্গারামপুর থানার পুলিশ। পরে তারা মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতাল পাঠায় ও ঘটনার তদন্ত শুরু করে।
জানা গেছে, আজ সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। বিষয়টি স্ত্রী সহ পরিবারের অন্যদের নজরে আসতেই খবর দেওয়া গঙ্গারামপুর থানার পুলিশকে। পরিবার সূত্রে জানা গেছে আজ সকালে শ্বশুরবাড়ি প্রাণসাগরে যাওয়ার কথা ছিল বাবুল আক্তারের। সেই মতো সকালে প্রস্তুতি নিচ্ছিল সে। এদিকে তারপরে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এদিকে কি কারণে ওই সিভিক ভলেন্টিয়ার আত্মঘাতী হল তা নিয়ে ধন্দে পরিবার। পুরো ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী