January 26, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

কৃষি বীজ ল্যাবরেটরি তৈরি করার দাবি কৃষকদের

জলপাইগুড়ি ঃ- কৃষকদের সুবিধার্থে কৃষি বীজ ল্যাবরেটরি তৈরি করার দাবি উঠল জলপাইগুড়িতে। শুক্রবার জেলা পরিষদের কৃষি বৈঠক থেকে এই দাবি উঠেছে।
কোভিড পরিস্থিতির মধ্যে জলপাইগুড়ি কৃষকদের কৃষক প্রকল্পের টাকা তুলে দেওয়া হচ্ছে। অন্যদিকে মৃত কৃষক পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিল প্রশাসন। জেলায় ৪৪ জন মৃত কৃষকের পরিবারকে দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে বলে দাবি জেলা পরিষদের৷
শুক্রবার কৃষকদের সুযোগ সুবিধে নিয়ে আলচনা হল জেলা পরিষদের।
জেলায় প্রায় ৭৪ হাজার কৃষককে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। অন্যদিকে কোন কৃষকের মৃত্যু হলে তাঁর ছেলেকে কৃষকের আওতায় আনা যায় কিনা তা নিয়ে চলছে আলোচনা। কৃষি বীজ পরীক্ষার ল‍্যাবটেরির তৈরি করার দাবি উঠেছে এদিন।
জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ , কৃষি কর্মাধক্ষ‍্য গোবিন্দ রায়, সদর পঞ্চায়েত সমিতির সভাপতি সুচেতা কর, কৃষি সেচদফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন বৈঠকে।