
33 কেজি গাঁজা উদ্ধার করলো বালুরঘাট থানার পুলিশ। এদিন সকালে বালুরঘাটের প্রবেশপথ রঘুনাথপুর এর কাছে নাকা চেকিংয়ের সময় একটি বোলোরো গাড়িতে তল্লাশি চালিয়ে তিন বস্তা গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ 33 কেজি। ঘটনায় গাড়ির চালক সহ দুই পুরুষ এবং এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম বিল্টু দাস, আশুতোষ সেন এবং ইশিতা বোস মন্ডল। প্রথম দুজনের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলায় এবং মহিলার বাড়ি মালদা জেলায় বলে জানা গিয়েছে। ধৃত তিনজনকে এদিন বালুরঘাট জেলা আদালতে তোলে পুলিশ।
More Stories
অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দ্বারোদঘাটন
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে
আগামী দু’মাস তীব্র দহনজ্বালা