
আনুমানিক প্রায় 16 থেকে 17 ঘণ্টা পর মৃত অবস্থায় পাওয়া গেল 32 বছরের মৃত গোবিন্দ হাজরা কে বয়স আনুমানিক 30 বছর। মৃতের বাড়ি বালুরঘাট থানার আত্রাই কলোনি এলাকায়। জানাযায় গতকাল রবিবার বিকেল ৪টা নাগাদ বালুরঘাটে বয়েচলা আত্রেয়ী নাদীর খাড়ি পায়ে হেটে পাড় হতে গিয়ে গোবিন্দ আত্রেয়ী খাড়ির জলে তলিয়ে যায়।বালুরঘাট থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে পৌছায় বিশাল পুলিশ বাহিনী।পুলিশের পক্ষথেকে গোটা বিকেল খুজে না পেয়ে সোমবার সকালে প্রশাষনের পক্ষথেকে ডুবুরী নামিয়ে মৃত অবস্থায় খুজে পায়।মৃত ওই যুবক কে ময়না তদন্তের জন্য দক্ষিন দিনাজপুর জেলার জেলা হাস্পাতাল এর মর্গে পাঠান হয়।
পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপ অবস্থায় জলে নামায় নিজেকে সামলাতে না পেরে জলে ডুবে মৃত্যু হয়েছে গোবিন্দ হাজড়ার।
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন