
সদ্য শেষ হয়েছে “রাবণ” ছবির শুটিং | আর এই ছবি শেষ হতেই আরেক ছবির ঘোষণা করে ফেললেন জিৎ | ছবির নাম “চেঙ্গিস” |
বুধবারে এই ছবির মহরত সেরে ফেললেন জিৎ ও তার গোটা টিম | জানা গেছে জিতের এই নতুন ছবির প্রেক্ষাপট নয় দশকের কলকাতা | কলকাতার কিছু ঘটনা ফুটে উঠবে এই ছবির গল্পে | কলকাতার নানা জায়গাতে শুরু হবে ছবির শুটিং |
More Stories
এবারের বাংলা বছরটা ‘আড়ি’ রিলিজের ভাবনাচিন্তা নিয়ে কেটে যাচ্ছে যশ নুসরাতের
নেটিজেনদের সুখবর দিলেন যিশু সেনগুপ্ত
অবশেষে মুক্তি পেতে চলেছে ‘তারে জমিন পর’- এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’