
ভারতে ব্যবহারের ছাড়পত্র পেতে চলেছে জাইডাস ক্যাডিলার কোভিড-১৯ টিকা। কোভ্যাক্সিন, কোভিশিল্ড এবং স্পুটনিক-ভি-র পর চতুর্থ টিকা হিসেবে জাইডাস ক্যাডিলার ‘জাইকোভ-ডি’-কে অনুমোদন দেবে দেশের ওষুধ নিয়ামক সংস্থা ড্রাগ কন্ট্রোল জেনারাল অব ইন্ডিয়া ১২ থেকে ১৮ বছর বয়সীদেরও এই টিকা দেওয়া যাবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর।
More Stories
রথযাত্রার উপলক্ষে পুরী জেলা প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় রিলায়েন্স
প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে ফুটবল ড্রাইভ সম্পন্ন করল আর এফ লং টার্
মাঝ আকাশে ফের বিমান বিভ্রাট