July 11, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

100 দিনের কাজে মজুরি না পাওয়ায় বিক্ষোভ মালদায়

মালদা-‌১০০ দিনের কাজে ন্যায্য মজুরি না দেওয়ার প্রতিবাদে বিজেপি প্রধানকে ঘিরে বিক্ষোভ পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েত অফিসে। বৃহস্পতিবার জবকার্ড ধারী মহিলারা বিক্ষোভে শামিল হন। কোদাল, ঝুড়ি নিয়ে তাঁরা পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। জানা গেছে, ১০০ দিনের কাজে যেখানে ২০৪ টাকা দেওয়ার কথা, সেখানে ১৫০ টাকা দেওয়া হচ্ছে। ৫৪ টাকা প্রধানের পকেটে যাচ্ছে। প্রধানের বিরুদ্ধে আরও অভিযোগ, মাটি অন্যত্র বিক্রি করে দিচ্ছে। ফলে ১০০ দিনের কাজে কারচুরি করছেন তিনি। বিক্ষোভকারীদের মধ্যে আলো সরকার অভিযোগ করে বলেন, অন্যান্য অঞ্চলে যেখানে পুরো টাকা দেওয়া হচ্ছে, সেখানে আমাদের এখানে ৫৪ টাকা দেওয়া হচ্ছে না। আমরা আমাদের প্রাপ্য টাকা চাই। টাকা না পেলে এবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলবে আমাদের।