May 28, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

100 কেজি ওজনের কেককেটে পৃথিবীর জন্মদিন উদযাপন করে নজির সৃষ্টি মহিষাদল এ

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- ১০০ কেজি ওজনের একটি কেক কেটে পৃথিবীর জন্মদিন উদযাপন নজির সৃষ্টি করল পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের নাটশালে। জানা গিয়েছে আর্ট মাদার আর্থ ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চম পৃথিবীর জন্মদিন উদযাপন করা হয়। এইদিন কেক কেটে বেলুন উড়িয়ে পৃথিবীর জন্মদিন উদযাপন করা হয়। স্থায়ী বিশ্ব শান্তি সূত্রের জন্য এই উদ্যোগ বলে জানান ফাউন্ডার মাইকেল তরুন। পৃথিবীতে যেভাবে একের পর এক বিপর্যয় হচ্ছে সেই বিপর্যয় থেকে মুক্তির পথ খুঁজে পেতে সকলে যাতে পৃথিবীর যত্ন নেয় অর্থাৎ বেশি করে গাছ লাগানো, নদীর যত্ন নেওয়া, পশুপাখিকে নিধন না করা থেকে সচেতন হতে হবে সাধারন জনগনকে। আর এই ধরনের জন্মদিন উদযাপনের মধ্যদিয়ে সাধারন মানুষের কাজে বার্তা তুলে ধরার প্রয়াসে সংগঠনটি। সাধারন মানুষ সচেতন হলেই তবেই আমাদের সুন্দর পৃথিবী আরো সুন্দর হয়ে উঠবে। তাই নির্দিষ্ট একটি দিনে পৃথিবীর জন্মদিন উদযাপন করার প্রয়োজন রয়েছে বলে মনে করেন উদ্যোগতারা।