
মালদা-সরকারি নির্দেশিকা মেনে ১ জুলাই থেকে রাস্তায় নামতে চলেছে বেসরকারি বাস। তার আগে বুধবার বাসগুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেওয়া হলো। দীর্ঘদিন গাড়ি না চলার ফলে বিকল হয়ে পড়েছে বাস। মোবিল জমে গেছে ব্যাটারি বসে গেছে। নতুন ব্যাটারি লাগাতে হয়েছে কোনও কোনও গাড়িতে। কোনও কোনও গাড়িতে অন্য কোনও সমস্যা হয়। যদিও সরকারি নির্দেশিকা মেনে রাস্তায় গাড়ি নামাচ্ছেন বাস মালিকেরা বলে জানা গেছে। ৫০ শতাংশ যাত্রী নেওয়ার পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে বাস চালানোর নির্দেশিকা জারি হয়েছে। এ প্রসঙ্গে এক চালক প্রদীপ চৌধুরি বলেন, ‘ আপাতত কয়েকদিন রাস্তায় গাড়ি চালিয়ে দেখা যাক। দেখে তারপর মালকপক্ষ সিদ্ধান্ত নেবেন তাঁরা।’
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন