রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে সশরীরে অযোধ্যায় হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন | জানো গিয়েছে, রামমন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় জমি কিনেছেন। বহু আইনি লড়াই, রাজনৈতিক বাকবিতণ্ডা, প্রতিবাদ-প্রতিরোধ সব পেরিয়ে গত ২২ জানুয়ারি রামজন্মভূমিতে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হল। সেই প্রেক্ষিতেই সম্ভবত সময়ের গুরুত্বের কথা লিখেছেন অমিতাভ। কিন্তু এবার কেন অযোধ্যাযাত্রা অমিতাভের?
দিন কয়েক আগেই অযোধ্যা মন্দির থেকে ফিরে এসে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন অমিতাভ বচ্চন। রামেবিভোর বচ্চন তাঁর এক্স হ্যান্ডেলেও লিখেছিলেন, “সময় খুবই শক্তিশালী।” সূত্রে খবর, আগামী ৯ ফেব্রুয়ারি অযোধ্যায় পা রাখবেন বিগ বি। তবে কোনও সিনেমার কাজে নয়।

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী