December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

৭ বছরের ভাইঝিকে ধর্ষণ, অভিযুক্ত কাকা

ফাঁকা বাড়িতে ৭ বছরের ভাইঝিকে ধর্ষণ করার অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় খাড়ুবালা গ্রামে। সূত্রের খবর, অভিযুক্ত আলামিন মিস্ত্রি নামক ওই ব্যক্তি নির্যাতিতা নাবালিকাদের প্রতিবেশী।

জানা গিয়াছে, রবিবার রাত ১০টা নাগাদ নাবালিকার বাড়িতে কেউ না থাকার সুযোগে জল খাওয়ার নাম করে নাবালিকাদের ঘরে ঢোকে আলামিন। আর তারপরেই সে মেতে উঠে তার লালসা তৃপ্তি মেটানোর খেলায়। অভিযোগ, ফাঁকা বাড়ি থাকার সুযোগে বাড়িতে ঢুকে আচমকা চড়াও হয় দ্বিতীয় শ্রেণিতে পাঠরত নাবালিকার উপর।

শুধু তাই নয় নাবালিকা পরিবারের আরো অভিযোগ, ওই নাবালিকাকে জোরপূর্বক মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করা হয়। ঘটনার পর নাবালিকার পরিবারের সকলে বাড়ি ফিরলে তাদের ঘটনার সমস্ত খুলে বলে নাবালিকা। তারপরই ঘটনা জানাজানি হতেই এলাকাবাসী চড়াও হয় অভিযুক্ত আলামিন মিস্ত্রির বাড়ি। অভিযুক্ত আলামিনকে ধরে গণধোলাইয়ের পর তাকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখেন স্থানীয়রা।

এরপর ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ পৌছায় এবং নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত আলামিনকে। এরসাথে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।