৭২ ঘন্টা কেটে গেল এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি ঐন্দ্রিলা শর্মার | শারীরিক অসুস্থতার কারণে শুক্রবার থেকে হাসপাতালে ভর্তি তিনি | রয়েছেন ভেন্টিলেশনে | চিকিৎসকেরা ধীরে ধীরে ভেন্টিলেশন থেকে তাকে বের করে আনার চেষ্টা করছেন | নায়িকার অসুস্থতায় উদ্বিগ্ন টলি পাড়ার তারকারা থেকে শুরু করে তার পরিবার এবং কাছের মানুষ সব্যসাচী চৌধুরী |
জানা গিয়েছে একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য গোয়ায় যাওয়ার কথা ছিল অভিনেত্রীর | কিন্তু তার আগে মঙ্গলবার হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন | এরপর ঐন্দ্রিলার মা তড়িঘড়ি খবর দেন সব্যসাচীকে | এরপর তাকে নিয়ে আসা হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে | সেখানে মস্তিষ্কে অস্ত্রপচার করা হয় | ব্রেন স্ট্রোক হয়ে ব্রেনে রক্তক্ষরণ শুরু হয়েছিল তার | এরপর থেকে ভেন্টিলেশনে রয়েছেন নায়িকা |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী